রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হালসা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে লাইন পার হওয়ার সময় খুলনাগামী সীমান্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মারা যান। পরে বিষয়টি হালসা স্টেশন মাস্টারকে জানানো হয়।
পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ওসি জহিরুল ইসলাম বলেন, হালসা স্টেশন মাস্টার খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্ট যাচাই-বাছাই করে জানা যায়, নিহত মানিক মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার সব্দল হাট এলাকার শামসু উদ্দীনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।