মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া দলিল লেখক সমিতির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. শামসুল আলম মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব মো. মতিউর রহমান মুকুল, মো. আলতাফ হোসেন, মোশাররফ হোসেন, মুনসুর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে মো. শামসুল আলম মামুন বলেন, গতকাল ১৭ সেপ্টেম্বর সিংড়া সাব রেজিস্ট্রার অফিসের বিরুদ্ধে মো. ইউসুফ আলী নামে একটি ফেসবুক আইডি থেকে অপপ্রচার করা হয়। এটা মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।