মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারা ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সিন্দুকছড়ি জোন সদরে মাল্টিপারপাস শেডে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাসিক মত বিনিময় সভায় আগামী ২৭ তারিখ হতে দুর্গাপূজা আছে, হিন্দু ধর্মালম্বী যারা আছে তারা যেন তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে পারেন সে ব্যাপারে আইন-শৃঙ্খলা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। পাহাড়ে, পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান যানানো হয়। ইদানিং অপহরণ, আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহব্বান জানানো হয়। সেনাবাহিনী কোন দলের না যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি আওতায় আনা হবে বহিত করা। কোন এলাকায় কোন প্রকার সন্ত্রাসমূলক কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমানে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার সেনাবাহিনীর নামে গুজব ছড়ানো হচ্ছে,তাই সকলকে সচেতন থাকতে বলা হয়।
গত ০৭/০৯/২০২৫ইং তারিখে তবলাপাড়া ঘটনা নিয়ে আলোচনা করেন। পাহাড়ি বাঙালি শান্তি-শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা, কাঠ, বাঁশ চোরা কারবারি বন্ধ, কারেন্টের অবৈধ সংযোগ বন্ধ, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, অবৈধ জমি দখল, পাহাড় ধস, রাস্তায় এলইডি ট্রাজেডি লাইট স্থাপন, বাজার সম্প্রসারণ যানজট নিরসন, মাদকদ্রব্য ঘুমখুন অপহরণ, অবৈধভাবে পাহাড়কাটা, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা ও আইন-শৃঙ্খলা বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা কর্মকর্তা কর্মকর্তা আইরিন আক্তার, মানিকছড়ি উপজেলা কর্মকর্তা তাহমিনা আফরোজ,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সত্যপ্রু, গিরিমৈত্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাহা আলম, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ওসি মাহামুদুল হাসান, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ দেওয়ান মাতাব্বর, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, গুইমারা উপজেলা ইসলামিক আন্দোলন সভাপতি মাগফার, বন বিভাগের প্রতিনিধি, মানিকছড়ি ও গুইমারা প্রেসক্লাবের সভাপতি- সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
এছাড়াও গুইমারা ও মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি, বাজার কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শেষে জোন কমান্ডার সভায় আগত সকলের সাথে শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন পরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন।