লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় বিভিন্ন স্কুল থেকে সৌর প্যানেলের ব্যাটারি চুরির অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছেন লালমোহন থানা পুলিশ।
জানাযায়,গত ১১ সেপ্টেম্বর লালমোহন উপজেলার চরভুতা তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সোলার প্যানেলের ১২টি ব্যাটারি চুরি করে চক্রের সদস্যরা।ব্যাটারী চুরির বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন।
পরে লালমোহন থানা পুলিশের একটি বিশেষ দল তদন্তের মাধ্যমে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।চক্রের সদস্যরা হলেন,অটোচালক জাকির হোসেন,মোঃ কামাল ও ভাঙারি ব্যবসায়ী মিজানুর রহমান।
এছাড়াও গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোলার প্যানেল এর ১২টি ব্যাটারী চুরি করার বিষয়টি স্বীকার করেন চোর সদস্যরা।
এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,এই চক্রটির মূল কার্যক্রম পরিচালিত হয় ঢাকার কোনাপাড়া এলাকা থেকে। তারা সেখান থেকে বিভিন্ন জেলার স্থানীয় চোর সদস্যদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট জেলায় প্রবেশ করে।স্থানীয় চোর চক্রের সদস্যদের সহযোগিতায় দিনের বেলায় অটোরিকশা নিয়ে বিভিন্ন স্কুল টার্গেট করে রাতে ওই স্কুলে গিয়ে তালা ভেঙে ব্যাটারি চুরি করে। পরে ওই ব্যাটারী স্থানীয় চোর চক্রের সদস্যদের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে ঢাকা পাঠিয়ে বিক্রয় করে।
ওসি আরো জানান,আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে চক্রের মূল হোতাদের ৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সোমবার তাদেরকে জেল হাজতে পাঠাই।