মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ সময় কষ্টিপাথর সহ ২ জনকে আটক করেছে র্যাবের আভিযানিক দল।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর অধীন জয়পুরহাট কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক পিপিএম এর নেতৃত্বে ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াই টার দিকে ধামইরহাট উপজেলার বেনিদুয়ার গ্রামে অভিযান চালিয়ে ২৫ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকালে দুজন আসামীকে আটক করেন। আসামিরা হলেন, উপজেলার জয়জয়পুর গ্রামের ছয়ফুদ্দিনের পুত্র মাহমুদুল ইসলাম (৪৪) ও দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। মূর্তিটি যাচাই-বাছাইয়ের জন্য পাহাড়পুর প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে মর্মে র্যাব জানায়।