রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ সভার অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কুমার মৈত্রী, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আহমদ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নীল রতন পাল, কমিটির সদস্য তাপস কুমার সাহা, পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা সদস্য সচিব ডা. পি কে সাহা প্রমুখ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভিন আক্তার, কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইসমাত কামালসহ সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সূত্র জানিয়েছে এবার জেলায় মোট ২৫০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৮১টি, ভেড়ামারায় ১১টি, মিরপুরে ২৮টি, কুমারখালীতে ৫৯টি, খোকসায় ৫৯টি এবং দৌলতপুর উপজেলায় ১২টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।
সভায় অংশগ্রহণকারীরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।