কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দারকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামে তার জামাই বাড়ি থেকে তাকে আটক করে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হয়েছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
একলিমুর রেজা বর্তমানে আমলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদেও রয়েছেন।
আটকের খবর এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।