রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও ১ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে জেলার কুমারখালী উপজেলার তেবাড়িয়া এলাকায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার বেলগাছি এলাকার মামুনের ছেলে।
নিহতের নানী মোমেনা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে তিনি, তার মেয়ে ও নাতি আব্দুল্লাহকে নিয়ে অপর মেয়ের বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে স্থানীয় সমবয়সী শিশুদের সঙ্গে আব্দুল্লাহ পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর সঙ্গীরা এসে আব্দুল্লাহর পানিতে ডুবে যাওয়ার খবর জানায়। পরে দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্য ও স্থানীয় জনগণের অনুরোধে লাশটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জেলার মিরপুর উপজেলার তালবাড়ী পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাইম কবিরাজ (১১) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সে নওদা শামুখিয়া গ্রামের খাইরুল ইসলাম কবিরাজের ছেলে। সূত্র জানায় দুপুরে সাইম তার দুই বন্ধুর সাথে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময়ে তীব্র স্রোতে তারা তিন জনই পানিতে ভেসে যায়। স্থানীয় জনগণ দুইজনকে উদ্ধার করলেও সাইমের সন্ধান মেলেনি। নিখোঁজ সাইম রানাখড়িয়া দারুল উলুম হাজী আহম্মদ আলী জান মাদ্রাসার শিক্ষার্থী। মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।