মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির লংগদুতে মাইনীমূখ বাজারের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া দোকানপাট ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলতে এগিয়ে এলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
১২সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় মাইনীমূখ বাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত দোকানপাট ও বাসাবাড়ি পরিদর্শণ শেষে মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে আসেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ, রাঙ্গামাটি জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন, মাইনীমূখ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মেম্বার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, মাইনীমূখ বাজার ঘুরে দেখেন এবং পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্রপাতিসহ বাজারের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরে অতিবৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বন্যাদূর্গত মাইনীমুখের ১১টি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করেন।
উল্লেখ্য যে, গতকাল বৃহস্পতিবার বিকাল আড়াইটায় মাইনীমুখ বাজারের লঞ্চঘাটে একটি হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়ে প্রচন্ড গরমে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে স্থানীয় জনসাধারণ, বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্যরা এগিয়ে এলে দীর্ঘ দুই/আড়াই ঘন্টায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও ৫টি দোকান একটি এবাদতখানা মসজিদসহ মোট ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে মাইনীমুখ বাজার সভাপতি আবুল কাশেম মেম্বার জানান, প্রাথমিক ভাবে আমরা একটা তালিকা করেছি এতে ১৭ পরিবারের প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যায়।