রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৩শ' পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির নায়েব সুবেদার খোরশেদ আলমের নেতৃত্ব জেলার দৌলতপুর উপজেলার জামালপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৩শ' পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে। অন্যদিকে পশ্চিম ধর্মদাহ বিওপি’র নায়েব সুবেদার কাইয়ুম হোসেনের পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃত মালামালের সিজার মূল্য ১ লক্ষ ৫৬ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করা রয়েছে।