মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ
রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যার বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বিক্ষোভ মিছিল করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারন সম্পাদক সুমন আহম্মেদ এর সঞ্চালনায় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির।
এসময় প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিছুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এস.এম. মাসুম রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃনিজাম উদ্দিন, সহ-সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন,খাগড়াছড়ি জেলা মহিলা শাখার সভানেত্রী হাসিনা আক্তার,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি সভাপতি মোঃ সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি কলেজ শাখা সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ।
প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির বলেন, পাহাড়ে আমরা কোনো প্রকার বৈষম্য নিয়ে থাকতে চাই না। আজকে যারা আমাদের অবাঙ্গালী বলে পাহাড়ে বৈষম্য সৃষ্টি করার পায়তারা করছে আমরা তা কখনো মেনে নিবো না। পাহাড়ে এখনো আমরা অনিরাপদ। ১৯৯৬ সালে ৯ সেপ্টেম্বর এ রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। যতদিন পর্যন্ত পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে না এবং ততদিন পাহাড় থেকে ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ এর সশস্ত্র কর্মকান্ড থেকে মুক্তি, খুন, গুম ও চাঁদাবাজি বন্ধ হবে না মন্তব্য করেন। পার্বত্য উপদেষ্টার কাছে যাদের হত্যা করা হয়েছিলো তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়ে দাবি জানান।
পরবর্তীতে খাগড়াছড়ি শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠনের ব্যানারে তারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ এবং গণমাধ্যম সংস্কার কমিশের প্রধান ও সদস্যদের প্রতিবেদনের সংবিধান বহির্ভূত ‘আদিবাসী শব্দ’ ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন।