নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বসতি নির্মাণ করায় এক ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে চেয়ারম্যান পাড়া, বাংরের গ্রাম ও ব্যাপারীটারী গ্রামের প্রায় ৩০ একর জমি চাষাবাদের উপযোগী না হওয়ায় চরম ক্ষতির মুখে পরেছে স্থানীয় কৃষকেরা।
ভুক্তভোগী কৃষকরা জানান,দীর্ঘদিন থেকে কয়েকটি পরিবার সরকারি রাস্তা দখল করে বসতি নির্মাণ করায় পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে তাদের প্রায় একশো বিঘা জমি পানির নিচে ডুবে আবাদের অনুপযোগী হয়ে পড়ে। ফলে মারাত্মকভাবে আর্থিক সংকটের মধ্যে পরেছেন তারা।
সরেজমিনে দেখা যায়- স্থানীয় বাবুল মিয়া,ইদ্রিস আলী,আতাউর রহমান,জাহাঙ্গীর আলম,সাইদুল ইসলাম,এরশাদ হোসেন ও মাহাবুব রহমান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়িয়ে সরকারি রাস্তার জায়গা দখল করে বসতি নির্মাণ করে পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে ফেলে। এতে আশপাশের অনেক আবাদি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে যায়।
স্থানীয়দের পক্ষে আশরাফুল ও মনোয়ার বলেন- রাস্তার পাশ দিয়ে একটা ড্রেন ছিল, সেটা এক বছর আগে বাড়ি করার কারণে বন্ধ হয়ে যায়,এখন সামান্য বৃষ্টি হলেই সে পানিতে আবাদি জমি ডুবে যাওয়ার সাথে সাথে কখনো আবার অবশিষ্ট রাস্তাটিও ডুবে যায় বৃষ্টির পানিতে, এখন আমরা আতংকে থাকি- আবাদ গেলে আবাদ পাওয়া যাবে,যদি বাচ্চা-কাচ্চা পানিতে পরে কিছু একটা হয়ে যায় সেই ভয়ে। এ অবস্থায় খুব দ্রুতই রাস্তার অবৈধ দখল উচ্ছেদ করে স্থানীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন জলাবদ্ধতার বিষয়টি এইমাত্র জানতে পারলাম,সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।