রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন মতবিনিময় সভা করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “কুষ্টিয়ার উন্নয়ন, জনসেবা এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জরুরি। জনগণের সমস্যাগুলো তুলে ধরতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি চাইবো, দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের কাজকে আরও গতিশীল করে তুলতে সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন।”
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে কুষ্টিয়ায় স্বাগত জানান এবং জেলা উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও গণমানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।