সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের দক্ষিন মাঠে।নিহত আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সময় আজিজুল ইসলাম বাড়ির পাশে মাঠে রোপা- আমনের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।