মেঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
সীমান্তের চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক স্থানে পৌঁছে গোপন অবস্থান নিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর লংগদু জোন।
গতকাল দুপুরে সেনাবাহিনী গোপন সংবাদের সূত্রে জানতে পারে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় জেএসএস (মুল) দলের তিনজন সদস্য সিভিল পোশাকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ভারতীয় মালামাল নিয়ে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি যাচ্ছে।
বিষয়টি লংগদু জোনের আওতাধীন বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি সাব জোনের ক্যাম্প কমান্ডার অবগত করলে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, একটি বিশেষ টহল দল নিয়ে দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত মারিশ্যা"র সন্দেহজনক নয় কিলো নামক স্থানে রাত ১১টার সময় পৌঁছান এবং চোরাচালানরীদের হাতে নাতে ধরার জন্য দীর্ঘক্ষন অবস্হান করেন। এসময় জেএসএস (মুল) দলের চোরাচালান কারীরা সেনাবাহিনীর উপস্থিতি উপলব্ধি করতে পেরে গোপনে সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত স্থানে মেজর রিফাত এর নেতৃত্বে রাতেই আশপাশের এলাকা সম্পূর্ণ তল্লাশি করার সময় নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের কার্টুন উদ্ধার করে সেনাবাহিনী।
বিশ্বস্ত সুত্রে আরো জানা যায়, উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে জে এস এস (মুল) দলের চোরাচালান কারী গ্রুপ বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ব্যবহার করে থাকে। এসব চোরাচালানের প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোন।