মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলায় লংগদু ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট (বুধবার) বিকাল সাড়ে তিনটায় লংগদু ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শুভ উদ্বোধন ঘোষণা ও এ-উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
লংগদু ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শাজেদুর রহমান মনিরের সঞ্চালনায় ও ফুটবল একাডেমির সভাপতি এবং লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজস্বী বীর লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মীর মোর্শেদ এসপিপি,পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।
এসময়ে আরও অন্যান্য রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুটবল একাডেমির শুভ উদ্বোধন ঘোষণার পর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে লংগদু সদর ইউনিয়ন বনাম মাইনীমুখ ইউনিয়নের মধ্যে একটি প্রীতি ফুটবল খেলা শুরু হয়। এতে নির্ধারিত সময়ের খেলায় লংগদু সদর ইউনিয়ন একাদশ ১-০ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। উক্ত প্রীতি ফুটবল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য রেফারি মোঃ আনোয়ার হোসেন।
এসময়ে লংগদু ফুটবল একাডেমির সভাপতি ও সদস্য সচিব এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সমাজের নানা অপরাধ ও মাদক দ্রব্য থেকে দূরে থাকতে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে লংগদু ফুটবল একাডেমির উদ্যোগ নেওয়া হয়েছে। বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান।