মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”শ্লোগানে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচী-২০২৫-২৬ উদযাপন উপলক্ষে লংগদুতে তারুণ্য উৎসব সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট (বুধবার) সকালে লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের হলরুমে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক মোঃ ওসমান গনির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ, বায়তুশ শরফ মাদ্রাসার ক্রীড়া শিক্ষক নিজাম উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে, সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়ামোদিদের সহায়তা করে। এভাবে তরুণরা আরও উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশে সামর্থ্য হবে।