নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীর কচাকাটায় স্থানীয় মাতব্বর কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে ভুক্তভোগী পরিবার কর্তৃক কচাকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলম অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য দেন নুর আলম ছকমলী। তিনি উপজেলার কচাকাটা থানার শিংগামারী ধারিয়ারপাড় দামালগ্রাম এলাকার বছির উদ্দিনের ছেলে। নুর আলম ছকমলী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তাকে, তার মা ছকিনা বেগম ও তার ভাই আব্দুর রহিমকে তার বাবা বছির উদ্দিন ব্যাপারী চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ২.১১ একর পরিমাণ জমি দানপত্র করে দেন। সেই জমিতে ধান রোপন করতে গেলে স্থানীয় প্রভাবশালী মাতব্বর মনিরুল ইসলাম মনির, নুরজামাল হোসেন, সাবেক ইউপি সদস্য সৈফুর রহমান, মোস্তফা মিয়া, রাশেদুল ইসলাম, নুর ইসলাম, শাহাজামালসহ কয়েকজনের একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকী প্রদান করেন চক্রটি। এদিকে চাঁদা না দেয়ায় তারা দুই ভাই এখন বাড়ী ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় পালিয়ে বেড়াচ্ছেন অন্যত্রে। ফলে তাদের ওই কৃষি জমিগুলো অনাবাদী হয়ে পড়ে আছে এখনো। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দেন তারা। তদন্ত সাপেক্ষে আইনী প্রতিকার চান পরিবাটি।
সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা বছির উদ্দিন জানান তিনি খুশি করে তার দুই ছেলেকে জমি দান করেছেন। কিন্তু তার আরেক ছেলে শাহাজামাল বিষয়টি নিয়ে এলাকার কিছু মাতব্বরদের সহযোগিতায় ঝামেলা সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে নুর আলমের বাবা মা ও ভাই আব্দুর রহিমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।