মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (উপজেলা)প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার জন্য এসে বাচ্চারা শিখছে অশ্লীল ভাষা প্রতিনিয়ত অশ্লীল ভাষায় শিক্ষাদান করান উপজেলার ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃতৌহিদা খানম। শিক্ষাথীদের ছোট ছোট ভুলে গালি দেন কুত্তা হারামজাদা, অলস গাধা, চোরসহ নানান অশ্লীল ভাষায়।কুরুচিপূর্ণ ও মানহানিকর শব্দ ব্যবহার করে গালিগালাজ করেন। পড়তে না পারলে ক্লাসরুম থেকে বের করে দেয়ার ও অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকা তৌহিদা খানমের বিরুদ্ধে। তার এমন আচরণ শিশু সুরক্ষা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘনের প্রধান কারণ। এই আচরণের ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তাদের কষ্ট হয় এবং বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছে দিন দিন,বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে শিশুদের ভবিষ্যৎ। শিশুদের প্রতি শিক্ষকের এ ধরনের আচরণ শুধু আইনগতভাবেই নয়, নৈতিকভাবেও দৃষ্টিকটূ।এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃরবিউল ইসলাম জানান, অশ্লীল ভাষায় গালাগালির অভিযোগ করেছে শিক্ষার্থীরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি দেখেছি, আগামী মঙ্গল ও বুধবারের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।