মোখলেছুর রহমান ধনু
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এসডিএফের অর্থ বিতরণে নয়ছয় করার অভিযোগ উঠেছে। এতে প্রতারিত হচ্ছে উপকূলের শত শত গরীব অসহায় মানুষ। সাম্প্রতিক অর্থ বিতরণে এমন অনিয়মকান্ড ঘটেছে।
ভুক্তভোগীরা জানান, উপজেলার চরফলকন ভোটঅফিস রসূলপুর গ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর সদস্যের মাধ্যমে ঋণ পাওয়ার আবেদন করেন অসহায় হতদরিদ্র মানুষ। অফিসের নির্ধারিত ফি ও কাগজপত্রাদি জমা দিয়ে টাকা দেওয়ার অর্থ বিতরণ অনিয়মকান্ডে পুরো এলাকায় তোলপাড়। কাগজপত্র ঠিকঠাক করতে নানা শ্রম ও অর্থ ব্যয় হয়েছে বলে তাদির দাবি। কাগজপত্র ঠিকঠাক থাকা সত্ত্বেও টাকা না পাওয়া সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে স্থানীয় সাংবাদিকদের দ্বারস্থ হন। ওই সমিতির মোট সদস্য দুইশত বেশি। এর মধ্যে ১২১ জন সদদ্যের প্রত্যেকে নগদ সাড়ে ১৩ হাজার টাকা করে দেওয়ার কথা। অদ্য পর্যন্ত টাকা না পেয়ে প্রতারিত হয়েছেন ফয়জন নেছা, ফারুল বেগম, বিবি কুলছুম, জোছনা বেগম, মারজাহান বেগম ও লিমা আক্তারসহ আরো অনেকে। ভুক্তভোগীরা আরো বলেন, সদস্যের মধ্যে কিছু দালাল প্রকৃতি লোক দিয়ে সকল ধরণের অনিয়মের কাজ করেন অফিসাররা। যেন তাদের বদনাম না হয়। প্রকৃতপক্ষের অনিয়মের টাকা অফিসের কর্মকর্তারা লুটেপুটে খাচ্ছেন। বঞ্চিত হচ্ছেন আমাদের মতো গরীব মানুষ। দায়িত্বশীলদের জিজ্ঞাসা করলে টাকা দেওয়ার নামে তালবাহানা করে আসছে।
এবিষয়ে এসডিএফের রসূলপুর গ্রাম সমিতির দায়িত্বে থাকা কর্মকর্তা মো. সাকায়েত বলেন, সদস্যরা টাকা পাওয়া না পাওয় এটা আমাদের বিষয়। এখনও যারা টাকা পায়নাই তাদের বিষয়টি আন্তরিকভাবে দেখবো দাম্ভিকতার সহিত কথা বলেন।