মোখলেছুর রহমান ধনু
রামগতি কমলনগর (লক্ষীপুর)প্রতিনিধি
লক্ষীপুরের রামগতি ও কমলনগরের হাটবাজারের দোকানে স্বর্ণের সাথে দস্তা মিশ্রিত অলংকার বানিয়ে বিক্রি অভিযোগ : প্রতারিত হচ্ছেন ভোক্তা সাধারণ।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, স্বর্ণের নাম করে কিংবা দামে দস্তার মতো নিম্নমানের ধাতু বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত।
বর্তমানে বাজারে স্বর্ণের নামে নিম্নমানের ধাতু, বিশেষ করে দস্তা বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম প্রলেপ ও চকচকে রঙ ব্যবহার করে সাধারণ ভোক্তাকে বিভ্রান্ত করছেন। অভিযোগ আছে, দোকানিরা বিক্রির সময় অলংকারের সাথে দেওয়া তাদের ভাষায় 'খাইট' সহ ওজন দিয়ে স্বর্নের দামে বিক্রি করা হলেও একই অলংকার কিনতে তারা ওই 'খাইট' বা মিশ্রিত দস্তা বাদ রেখে কিনছেন। এতে একদিকে মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন, অন্যদিকে বাজারে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা।
এদিকে রামগতি ও কমলনগরে একইভাবে স্বর্নের ব্যবসার আড়ালে একশ্রেণির অসাধু লোক চড়া সুদের রমরমা ব্যবসা করতে দেখা যায়। সুদের ব্যবসাকে ঘিরে গড়েছে ছোট বড় একাধিক সিন্ডিকেট। রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত দলীয় প্রভাবে ওইসব সিন্ডিকেটের কার্যক্রম ওপেন সিক্রেট চলতে থাকলেও রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণ কেনার আগে অবশ্যই স্বীকৃত দোকান ও মান নির্ধারক সংস্থার সনদ যাচাই করা উচিত। আইন প্রয়োগকারী সংস্থা এ বিষয়ে সতর্ক পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।