কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাহুল বিশ্বাস (২৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জগতি এলাকার বিআইডিসি সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।
নিহত রাহুল কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শহীদ মারফত আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম অজয় কুমার বিশ্বাস এবং মাতার নাম মবিতা রানী বিশ্বাস।
পোড়াদহ জিআরপি থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। রাহুল, পোড়াদহ থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্ত ও প্রশাসনিক কার্যক্রম চলছে।