রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার সকালে জেলার মিরপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মিরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক, শিক্ষা সচিব বিশারত আলী, আমরা নতুন শিক্ষা নিকেতন'র ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকর্মী বাবলু রঞ্জন বিশ্বাস, ডক্টর রাধা বিনোদ পাল কিন্ডারগার্টেন'র পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন সহ বেসরকারি ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় কয়েক লক্ষ পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের সকল নীতিমালা মেনে নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্ব স্ব প্রতিষ্ঠান সরাসরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতো। হঠাৎ করে গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে সাফ জানিয়ে দিয়েছেন কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সরাসরি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এতে করে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুলগুলোর শিক্ষক চরম বিপাকে পড়ে। প্রসঙ্গত সরকারি কোন প্রশিক্ষণ অথবা কোন প্রকার আর্থিক সহযোগিতা ছাড়াই দীর্ঘ তিন যুগের অধিক সময় প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সুনামের সাথে একটা ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
এসময়ে বক্তারা আগামী ৭দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি উল্লেখিত সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে একটি মিছিল নিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।