মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে নয় মাস হতে পনের বছর বয়সী শিশুদের টাইফয়েড এর বিনামূল্যে টিকাদান কর্মসূচি সুষ্ঠভাবে সম্পূর্ণ করার লক্ষে ওরিয়েন্টেশন সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগষ্ট সকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ওরিয়েন্টেশন সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, রামগড় জামায়েত ইসলাম এর সভাপতি ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও কমিউনিটি লিডার বৃন্দ।