রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়াযর মিরপুরে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেমিপাকা ল্যাটটিন হস্তান্তর করা হয়েছে। বন্ধন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার বিকেলে জেলার মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়নের বেশিনগর গ্রামে ১১ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত সেমিপাকা ল্যাট্রির হস্তান্তর করা হয়। এ উপলক্ষে রামনগর বেশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধন সংস্থার সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য মানসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারি-বেসরকারি ভাবে ব্যাপক প্রচারণা দরকার। মানুষকে এ বিষয় ভালো করে বোঝাতে হবে যে সুস্থ জীবনের প্রধান শর্তই হচ্ছে মানসম্মত ল্যাট্রিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন, বন্ধন সংস্থার নির্বাহী পরিচাল তাহাজ্জল হোসেন বাদশা, সমন্বয়কারী খাইরুল আলম, রামনগর বেশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হোসেন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম, সাবেক সদস্য শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধন সংস্থার মাঠকর্মীর রাজু আহমেদ।