রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মহিষ ও মাদক আটক করেছে। সোমবার ভোরে জেলার দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির নায়েক সজল কুমার পালের নেতৃত্বে চিলমারী সুগারঘাট নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪টি মহিষ আটক করে। অন্যদিকে ঠোটারপাড়া বিওপির হাবিরদার ফারুক হোসেনেন নেতৃত্বে শকুনতলা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা এবং ৫শ' পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করে। চল্লিশপাড়া বিওপির নায়েক জীবন কুমার মিত্রের নেতৃত্বে চল্লিশপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ আটক করে। রোববার রাতে চল্লিশপাড়া বিওপির নায়েব সুবেদার লোকমান হাকিমের নেতৃত্বে নিচপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৬শ' ৩৬ পিস ভারতীয় সিলডিনাফিল ট্যাবলেট আটক করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের মূল্য ৮ লক্ষ ৫৬ হাজার ৩শ টাকা। বিধি মোতাবেক আটককৃত মহিষ কাস্টমে জমা এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করা হয়েছে।