রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে ভ্যানচালক হৃদয় আলী (১৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে। রোববার বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি হৃদয়। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবার থানায় অভিযোগ করে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে হৃদয়কে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমারখালী থানার ওসি আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।
এদিকে স্থানীয় ও এলাকাবাসির দাবি, এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।