মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যেগে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন সড়কের পাশে দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার ১৬ আগষ্ট সকালে খাগড়াছড়ি সদরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করেন। রোপনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সহ-সভাপতি মো: মহিউদ্দিন মাহি, সদর উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন বাবু, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক জেলা সভাপতি মোঃ সুমন আহমেদ। গাছ রোপন বাস্তবায়ন কমিটির সভাপতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা সভাপতি মোঃ সোহেল রানা, সদর উপজেলা সভাপতি মোঃ রায়হান হোসেন, মোঃ ওমর এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ প্রমূখ। গাছ রোপন বাস্তবায়ন কমিটির সভাপতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা সভাপতি মোঃ সোহেল রানা বলেন, আমাদের এই উদ্যোগ জেলা সদরের পাশাপাশি অন্যান্য উপজেলায় ও ছড়িয়ে যাবে।