মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখার নবাগত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট (শনিবার) সকাল এগারো টায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের আহবায়ক ও উপজেলা ইমাম সমিতির প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ফোরকান আহমেদ এর সভাপতিত্বে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এসময়ে লংগদু উপজেলা ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা আমিনুর রশীদ পটিয়াবী, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিন ও কোষাধ্যক্ষ মুফতি মাওলানা ওবায়দুল্লাহ আহরারকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ। এর পরে উপজেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল জলিল, মাওলানা জুবাইদুল হাসান ও মাওলানা আব্দুল লতিফ সহ দায়িত্বশীল বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২ আগস্ট লংগদু উপজেলা ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপজেলার বিভিন্ন এলাকার ১৫৫ জন সম্মানিত খতীব, ইমাম ও মুয়াজ্জিনগণ ব্যালটের মাধ্যমে আগামী ২০২৫-২৭ মেয়াদে তাদের নব গঠিত কমিটির দায়িত্বশীল নির্বাচন করেন।