রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় সরকারী ৩শ' বস্তা চালসহ একটি ট্রাক আটকের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার আনছারের দোকানের সামনে থেকে এই সরকারী চোরাই চাল উদ্ধার করা হয়। ৩শ' বস্তা চালসহ ট্রাকটি বর্তমানে মিরপুর থানায় হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম।
এ বিষয়ে তিনি আরও বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পোড়াদহ নতুন বাজারে এক ট্রাক সরকারী চোরাই চাল কেনা বেচা হচ্ছে। এরই প্রেক্ষিতে দুপুরের দিকে পুলিশের সহায়তায় পোড়াদহ নতুন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনছারের দোকানের সামনে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাক দেখে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশী পরিচালনা করার সময়ে সরকারী ৩শ' বস্তা চাল দেখতে পান। ট্রাকে থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ৩শ' বস্তা সরকারী চালসহ ময়মনসিংহ থেকে আনলোড হয়ে আসছে কুষ্টিয়াতে। তবে এ চাল কার কাছে আসছে তা এখন জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন দুপুরের দিকে মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম পোড়াদহ নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনার সময়ে সরকারী চালসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে বলে তিনি জানান।