লালমোহন(ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর বাদ লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু। এছাড়া সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ।