মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ
খাগড়াছগির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক শুক্রবার গভীর রাতে মগ লিবারেশন পার্টির কালেক্টর সদস্য ইসমাইল হোসেন নামক এক ব্যক্তিকে বিপুর পরিমাণ অস্ত্র সহ আটক করে। পরবর্তীতে তাকে নিয়ে মগ লিবারেশন পার্টির অন্য সদস্যকে গ্রেফতার করার জন্য খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর এলাকায় সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী দল অভিযান চালায়। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর ব্রাক অফিস সংলগ্ন জনৈক সুজিত দে'র তিনতলা বাসায় সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে মগ লিবারেশন পার্টির সদস্য কংচাইঞো মারমা (৩১) তিনতলা ভাড়া বাসা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কংচাইঞো মারমা মহালছড়ি উপজেলার গড়িয়াছড়ি এলাকার বাসিন্দা অংগ্যজাই মারমার ছেলে। জানা যায় যে, মৃত কংচাইঞো মারমা মগ লিবারেশন পার্টির সিন্দুকছড়ির শাখার সদস্য।খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগরে স্বপরিবারে ভাড়া থাকতেন। উল্লেখ্য যে, সেনাবাহিনী কর্তৃক আটককৃত ইসমাইল হোসেন মগ লিবারেশন পার্টি সিন্দুকছড়ি জোনের কালেক্টর বলে জানা যায়।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।