মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরী করতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি/২০২৫ পালিত হয়েছে।
১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার আটারকছড়া ইউনিয়নের দক্ষিণ ইয়ারিংছড়ি এলাকায় আনসার ভিডিপি ক্লাবের উদ্যোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত এক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময়ে ইয়ারিংছড়ি আনসার ভিডিপি ক্লাবের আঙ্গিনায় ফলদ, বনজ ও ঔষধি সহ প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট আনোয়ার জাহেদ, পিভিএমএস এবং লংগদু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম মোর্শেদ, উপজেলা কোম্পানি কমান্ডার এমদাদুল হক, প্লাটুন কমান্ডার আব্বাস আলী ও বাবুল হোসেন সহ বিভিন্ন প্লাটুনের ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।