রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণের ইয়াবাসহ সনি (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। সে পাবনা জেলার দোগাছী থানাধীন কুলনিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার সময় জেলার সদর উপজেলার এনএস রোড এবং এসবিপি রোডে এলাকায় কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৩শ' ৭৫ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ হাজার ৩শ' ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনিকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ১২ হাজার ৫শ' টাকা। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।