লোকমান হোসেন মিলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণিল আয়োজনে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী এলাকায় পত্রিকাটির উপজেলা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. নজরুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি রুহুল আমিন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জে.কে. মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুর আলী খোকন এবং জামায়াতে ইসলামীর ভুইয়াগাঁতী আঞ্চলিক শাখার সভাপতি রুহুল আমিন জিহাদী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান, ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, রায়গঞ্জ প্রেস ক্লাব আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আশরাফ আলী এবং উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাহিন সুমন।
এ সময় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার মানোন্নয়নে অবদানের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও পত্রিকাটির সাফল্য কামনা করেন।