রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। শহরের হাউজিং এস্টেট এফ ব্লক এলাকায় শনিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহত উর্মি খাতুন (৪০) ওই এলাকার রানার স্ত্রী। নিহত উর্মি খাতুন (৪০) সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের মহিনুদ্দিনের মেয়ে।পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে বাক বিতান্ডের এক পর্যায়ে রানা তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে স্বামী রানা পালাতো রয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উর্মিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। উর্মির লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রানাকে আটকের চেষ্টা চলছে।