ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকার জাল ও সামুদ্রিক মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে।
শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকার ৫টি বেহুন্দী জাল এবং ৭০ লাখ টাকার ২০ হাজার কেজি মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আটক বোটগুলো আইনানুগ ব্যবস্থা নিতে লালমোহন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।