মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলা মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামের দাওয়াত সম্পর্কীত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট (শুক্রবার) বাদ মাগরিব উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদে পার্বত্য ওলামা পরিষদ আয়োজনে ইসলামের দাওয়াত সম্পর্কীত আলোচনা অনুষ্ঠিত হয়।
পূর্ব ঠেকাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবাইদুল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন নেত্রকোনা মারকাযু শাহাবুদ্দীন আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালক, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মাহমুদুল হাসান গুনবী ও মাওলানা মোঃ ইসমাইল হোসেন।
এসময়ে ইসলামের আদর্শ ও রীতিনীতি এবং দুনিয়া ও আখেরাতে বিভিন্ন দিক সম্পর্কে
দাওয়াত পৌঁছে দিতে উপস্থিত মুসল্লিদের প্রতি আহবান জানান বক্তারা।
প্রধান অতিথি বয়ান মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, মুসলমান বীরের জাতি, যুগে যুগে মুসলিম উম্মাহ দ্বীনের পথে শহীদ হয়ে এসেছেন, কোন মুসলমান মৃত্যুকে ভয় করতে পারেনা। পার্বত্য এলাকার বিরাজমান সংকট নিরসনে রাজনৈতিক সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, একটি স্বাধীন দেশে চলাচল করতে, বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সন্ত্রাসী বাহিনীকে চাঁদাদিতে হবে, এটা চরম বৈষম্য। এই বৈষম্য দূরীকরণে সকলকেই এগিয়ে আসতে হবে।