মোঃউজ্জল হোসেন
ধামইরহাট (উপজেলা)প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সকল সাংবাদিকদের সুরক্ষার ব্যবস্থার দাবিতে ধামইরহাট সাংবাদিক সমাজের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাংবাদিক শহিদুল ইসলামের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে আহবায়কের দায়িত্ব পালন করেন ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি ও সরকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু। বক্তব্য রাখেন মানববন্ধনের আহ্বায়ক ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি, সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু , ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক এবং সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ। মানববন্ধনে অংশগ্রহণ করেন সরকারি অধ্যাপক সাংবাদিক আবুল বয়ান, ধামইরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিফাত হাসান চৌধুরী সৈকত, সংগীত গুরু আবুহেনা মোস্তফা কামাল জিন্নাহ,সাংবাদিক আলমগীর হোসেন আরাফ, সাংবাদিক মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, শাহিনা আক্তার,উজ্জল হোসেন, নূর সাইদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে। আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিক সহ সকল মানুষের নিরাপত্তা বিধান করার জন্য পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা এবং সরকারের নিকট মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়।