মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ফলে উপজেলার মাইনীমুখ, গুলশাখালী, কালাপাকুইজ্যা, বগাচতর সহ বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু মানুষ পানিবন্দী রয়েছেন। এসব এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসন।
৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার ঝর্ণাটিলা, ভাইবোনড়া, বড়াদম ও দজরপাড়া, জারুল বাগান, গাথাছড়া, শেখপাড়া, এফআইডিসি টিলা, ফিসারীটিলা, বগাচতর, জালিয়াপাড়া, ঠেকাপাড়া, গাউসপুর, মধুয়াছড়া, ফরেস্টটিলা, দক্ষিন মারিশ্যারচর, চাইল্যাতলী বাহিরের টিলা, গুলশাখালী, মোহাম্মদপুর, সোনারগাঁও, দক্ষিণ রহমতপুর, রাজাপুর, মামুনপুর, হোসেনপুর ও উত্তর ইয়ারিংছড়ি এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে বেশ কিছু বাড়িঘরে পানি উঠেছে। এসব এলাকার পানি বৃদ্ধির ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত ব্যহত হচ্ছে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এসব পানি বন্ধি আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে আজ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ।
এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এপিএস মামুন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ।