রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বিভাগীয় বন বিভাগের আয়োজনে কুষ্টিয়ায় ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। গাছ লাগনোর পর বড় করতে অনেক দিন লেগে যায়, কিন্তু কাটতে খুবই অল্প সময় লাগে। আমরা কোন পরিকল্পনা ছাড়াই গাছ কেটে থাকি। কিন্তু একটি গাছ কাটার পরিবর্তে কয়টা গাছ রোপণ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। প্রতিটি ধর্মেই গাছ লাগানোর বিষয় উল্লেখ আছে।
তিনি আরও বলেন, একটি গাছ মানে একটি প্রাণ। গাছ ছাড়া আমাদের জীবন কল্পনা করতে পারিনা। আমরা আমাদের সন্তানদের পরামর্শ দেবো তারা যেন গাছ লাগায় ও গাছের যত্ম করে। একইসাথে বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনের রুপ দিতে হবে বলেও জানান তিনি।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো: হাসান ইমাম, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সুফী মো: রফিকুজ্জামান, কুষ্টিয়া জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো: ইউনুস, গণমাধ্যমকর্মী এম লিটনউজ্জামান, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিলন প্রমুখ।
মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে।