মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) সকাল এগারো টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, সহকারী উদ্যান তত্ত্ববীদ আসিফ ইকবাল, অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ নেওয়াজ,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ এখলাস মিয়া খান ও সভাপতি এবিএস মামুন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, বিগত বছরগুলোতে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা প্রতিবাদে বাংলার আপামর জনতা রাজপথে নেমে এসেছিল। জুলাই বিপ্লবের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের এক বছর পেরিয়ে গেলেও আজো ৫০ টাকার গাড়ি ভাড়া সময়ের ব্যবধানে ৫০০ টাকা ৬০ টাকার পানির বোতল ৬০০ টাকা নিচ্ছেন কিছু অসাধু ব্যক্তি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব ঘটেছিল তার প্রকৃতভাবে সফল করতে আমাদেরকে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায় থেকে সৎ, ন্যায় পরান ও দূর্নীতিমুক্ত হতে হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক বা প্রতিষ্ঠান থেকে ভালো হতে পারলেই দূর্নীতি মুক্ত একটি সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।