মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
লংগদু উপজেলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট (শনিবার) সকাল সাড়ে নয়টায় উপজেলার মাইনীমুখ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ফোরকানীয়া মক্তবে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির প্রধান উপদেষ্টা ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলা শাখা আয়োজিত উক্ত সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ২০২৫-২০২৭ তিন বছরের জন্য লংগদু উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা বিভিন্ন মসজিদের ১৫৫ জন ইমাম মুয়াজ্জিন ভোটারের মধ্যে ১২৯ ব্যালট ভোটের মাধ্যমে তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি হিসেবে ৮৩ ভোট পেয়ে মাওলানা মোঃ আমিনুর রশীদ পটিয়াবী নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে হাফেজ মোঃ আব্দুল মতিন (সাবেক সাধারণ সম্পাদক) ৭৯ ভোট পেয়ে এবং কোষাধ্যক্ষ পদে ৫৩ লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার নির্বাচিত হয়েছেন। উক্ত কমিটি আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা যায়।
অনুষ্ঠানে ইমাম সমিতির প্রধান উপদেষ্টা ও সম্মেলন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, জামায়াতে ইসলামর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন সহ সম্মেলন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা ইমাম সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।