নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীর কচাকাটায় বিষ পান করে ছামিনা বেগম(৪০)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত ছামিনা বেগম কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের আলী আহমেদের স্ত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়- দীর্ঘদিন থেকে ছামিনা বেগমের স্বামী আলী আহাম্মেদের সাথে তার পারিবারিক কলহ চলে আসছিল। মাঝেমধ্যে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হত ছামিনা। ঘটনার দিন সকালে ছামিনার নানার বাড়ীর সম্পত্তি বিক্রির টাকাকে কেন্দ্র করে আহমেদ আলী ছামিনার মাকে মাকে নিয়ে খারাপ মন্তব্য করলে তা সইতে না পেরে ছামিনা বেগম শুক্রবার (১ আগষ্ট) সকাল ১০ টার দিকে ইঁদুর মারার বিষ খেয়ে ছেলের বউ সহ কাঁথা শিলাই করতে থাকে। কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরন করেন ছামিনা। এ বিষয়ে নিহতের বড় ভাই থানায় লিখিত অভিযোগ করলে অভিযোগ আলোকে কচাকাটা থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশটিকে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কচাকাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন।