মোঃমাসুদ রানা,
বিশেষ প্রতিনিধিঃ
পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ ( পিসিএনপি ) খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার সাধারন সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার কাজী মহিউদ্দিন দুলাল স্ট্রোক জনিত সমস্যায় মৃত্যবরণ করেন।
রামগড় উপজেলা পিসিএনপির সভাপতি আবুল খায়ের কন্ট্রাক্টর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
জানা গেছে, বৃহস্প্রতিবার সকালের দিকে হঠাৎ করে বুকে ব্যাথা করলে উপজেলা হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক জানান তিনি স্ট্রোক করেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মুত্যুবরন করেন।
মৃত্যুকালে স্ত্রী সহ দুই মেয়ে এক ছেলের রেখে যান । তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ রাত ১০টায় রামগড় কেন্দ্রিয় কবরস্থানের সামনে তার জানাজার নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি, খাগড়াছড়ি জেলা ও রামগড় উপজেলা, পৌর কমিটি শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।