নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাষ্ট্র মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা,সদস্য সচিব মোখলেছুর রহমান প্রমূখ।
পথসভায় আহবায়ক তার বক্তব্যে নদীবেষ্টিত অবহেলিত কচাকাটা থানাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি জোর দাবী জানান। সে সাথে তিনি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হোক এমন কার্যকলাপ থেকে বিরত থাকতে দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।