মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটির দূর্গম লংগদুতে এসএসসি ২০২৫ পরীক্ষায় জেলায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই (শুক্রবার) সকাল এগারো টায় লংগদু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সাকিবের রহমানের সঞ্চালনায় ও কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ আহাদ মিয়া-র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন, লংগদু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তরিকুল ইসলাম তুহিন বাঘাইছড়ি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান শান্ত, সহ প্রমুখ।
এসময়ে লংগদু উপজেলা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও লংগদু সরকারি মডেল কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।