রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে
এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়ার সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী।
'পক্ষপাতহীন কঠোর শাস্তি দুর্নীতি দমন ও প্রতিরোধে একমাত্র উপায়'-এ প্রতিপাদ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া জিলা স্কুল রানার্সআপ হয়। বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শাহরিনা বশির।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ, উপসহকারী পরিচালক সায়েদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল।
বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন কবি ও গবেষক ইমাম মেহেদী। বিচারকের দায়িত্ব পালন করেন কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর অজয় মৈত্র, নাট্যজন শাহীন সরকার ও কুষ্টিয়া সরকারি গার্লস কলেজের দর্শন বিভাগের প্রভাষক আশরাফ আলী।
বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতা ও সঞ্চালনা করেন সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ও বিতর্ক প্রতিযোগিতা কমিটির আহবায়ক শাহ নওয়াজ আনসারী মনজু, সদস্য আবু আকরাম, ওবাইদুর রহমান, পারভীন আক্তার মিলি, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।