মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণ করা হয়।
রবিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে চারা বিতরণে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
চারা বিতরণের শুরুতে রামগড় পৌরসভার সোনাইপুলে ১৯৮০ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক খননকৃত খালের পাশে তালগাছের চারা রোপণ করে কর্মসুচি উদ্বোধন করেন।
কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া জানান, উপজেলার একটি পৌরসভা ও দুইটি ইউনিয়ন নিয়ে ৭টি কৃষি ব্লকের ২০টি প্রতিষ্ঠানকে তিন হাজার দুইশত বিভিন্ন জাতের ফলজ চারা বিতরণ করা হয়। এছাড়াও জুলাই অভ্যুত্থানে খাগড়াছড়ির জেলার একমাত্র শহীদ আবদুল মজিদের পরিবারকে ফলজ চারা দেওয়া হয়।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন সহ পদস্থ কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।