রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ৪৭ বিজিবির হাবিলদার কুদ্দুস ফকিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত পাকুড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মঞ্জিল সর্দারকে (৪৩) আটক করে। সে একই গ্রামের মৃত রহমত সর্দার ছেলে। জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাড়ির উঠানের গোয়ালঘর থেকে ১টি শর্ট গান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে আটককৃত মঞ্জিল সর্দারের দেয়া তথ্য অনুযায়ী জয়পুর এলাকায় পাকুড়িয়া ৬ পরিবার গ্রামের তার ভাতিজা টুটুল সর্দারের (২৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়ে চাউলের ড্রামের ভিতর লুকানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত টুটুল সরদার একই গ্রামের শফিকুল সর্দারের ছেলে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক অস্ত্র ও গোলাবারুদ এবং ম্যাগাজিনসহ দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।